মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঈগল মার্কা প্রতীকে ভোট চেয়ে গন-সংযোগ করেছেন।
বুধবার(২০শে ডিসেম্বর-২৩) সারাদিন ব্যাপীহ লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর, কুজিপুকুর,রাকশা আবেদমোড়,এরশাদ মোড়,মাঝ গ্রাম, মহেশ্বর,দুয়ারিয়া, কাশিমপুর ও হাপানিয়া সহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক,বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চেয়ে গন-সংযোগ করেন তিনি।
এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সফল সভাপতি আফতাব হোসেন ঝুলফু সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply