বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী-৬ আসনে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তিন এম পি দুই বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার আলম গনসংযোগ করেছেন। সোমবার(২৫ ডিসেম্বর)বিকেলে বাঘা উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়,জোতনশী,জমশেদের মোড়,পাকুড়িয়া ইউনিয়ন পরিষদএলাকা,কেশবপুর,বলরামপুর,হাজামপাড়া,আলাইপুর,গাবলতী,নাপিতের মোড়,সরকার পাড়া, গৌরাঙ্গ পুর,পানিকিমড়া হাট,জোতকাদিরপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।এ সময় গৌরাঙ্গপুর ও জোতকাদিরপুর দুটি পথসভা করেন তিনি।
পথসভায় নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেন,জনগনের অসম্প্রদায়িক চারঘাট-বাঘার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি নিরন্তর।উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।বিশেষ করে বাঘা উপজেলার বন্যা কবলিত ও নদী ভাঙ্গন রোধে বাঁধ দেওয়া হয়েছে তাতে এ এলাকার হাজার বিঘা জমি রক্ষা পেল।এটি বর্তমানে এ সরকারের আমলে এ এলাকার মাইলফলক।আপনারা বর্তমান উন্নয়ন ও যোগ্য দেখে ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রহমান,যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার,যুগ্ন আহবায়ক সেলিম আরিফ,সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply