রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ কে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বণিক সমিতির উদ্যোগে সোমবার (৮জানুয়ারী) সন্ধায় পৌর বাজারের গরু হাটায় সম্মাননা প্রদান করা হয়েছে।
ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির ব্যবসায়ী এসএম মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারন সম্পাদক মাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান প্রমূখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, তাহেরপুর কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যক্ষ আতাউর রহমান শিবলি, প্রভাষক আব্দুল জব্বার, আ’লীগ নেতা সিরাজ উদ্দিন সুরুজ, আব্দুস সালাম, প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
উক্ত সংবর্ধনা সভায় ভবানীগঞ্জ বণিক সমিতির সকল ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply