চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প এক্সটেনশন ফেইজ এর আয়োজনে ও রাজশাহীরখান ফাউন্ডেশনের বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, অপরাজিতার এ্যাডভোকেসী এ্যান্ড নেটওয়ার্কিং কৌ-অডিনেটোর শাহীনা লাইজু, মনিটরিং এ্যান্ড এভ্যুলুয়েশন কৌ-অডিনেটর পলাশ মিয়া, জেলার কর্মসূচী সমন্বয়কারী সাইফুল ইসলাম, ফিল্ড কৌ-অডিনেটর শিরিনা আক্তার ও মরিয়ম খানম।
সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
Leave a Reply