সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট কচুয়ায় জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী – ২০২৪।
বুধবার(৩১ জানুয়ারি)মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ঝুমুর।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহামুদ হোসেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
এদিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে সাংস্কৃতিক পর্ব নাচ, গান, ফ্যাশন শো সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪৯ টি ইভেন্টেসে ২৮১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
Leave a Reply