বাঘা (রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চন্ডিপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার(৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভার চন্ডিপুর গ্রামে শরিফ উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে চারটা ঘর নগদ টাকা,জমির দলিল, আসবাবপত্র,টিভি,ফ্রিজ চাল, ডাল,গমসহ প্রায় বিশ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা যায়,শরিফ উদ্দিনের স্ত্রী সন্ধ্যায় বাড়ির বাহিরে ছিলেন বাড়িতে এসে দেখেন মধ্যের ঘরে আগুন জ্বলছে ।চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘা পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর(প্যানেল মেয়র ২ )শফিউর রহমান শফি বলেন,বিষয়টি শুনে পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম এবং উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
Leave a Reply