মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন আলী(৩৫)নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (৩রা মার্চ-২৪) রাতে লালপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন ঐ ভুক্তভোগী নারী।পরে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ঠা মার্চ) সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়।অভিযুক্ত রিপন লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য বলে জানা যায়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ সংবাদ কর্মীদের জানান,গ্রেফতারের পরে মঙ্গলবার সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে,ভুক্তভোগী ওই নারীর স্বামী পেশায় একজন চা বিক্রেতা। গত ২৯ ফেব্রুয়ারি-২৪ রাত সাড়ে ৮ টার দিকে চায়ের দোকানে কাজ শেষ করে একা বাড়ি ফিরছিল ওই নারী। রাস্তা একা পেয়ে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে যুবলীগ নেতা রিপন।পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। এর আগেও রিপন ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Leave a Reply