বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ২০০৫ সালে শুরু হওয়া বাঘা উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২৪ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে বুধবার প্রশাসন উপস্থিত থেকে বাদীপক্ষকে চার একর দুই শত জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
মামলার সূত্রে প্রকাশ,রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা সোলেমান আলী দিং বাদী হয়ে রাজশাহী আদালতে জোনাব আলী গংয়ের বিরুদ্ধে ২০০৫ সালে দেওয়ানী কার্য বিধি আইনে ২০ অর্ডার ৬ ও ৭নং বাটোয়ারা মোকদ্দমা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২৪ সালে বাঘা থানা সহকারী জজ আদালত,রাজশাহী বাদীপক্ষে ডিক্রি প্রদান করেন।
আদালত বাদীপক্ষকে উল্লেখিত জমি দখল দিতে না পারায় বুধবার (০৬ মার্চ) আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের কাছে জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়।
সেই মোতাবেক রাজশাহী জেলা জজ আদালতের জারিকারক রবিউল হাসান,কমিশনার(অ্যাডভোকেট), সার্ভেয়ার আজিজুল আলম ও বাঘা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
Leave a Reply