মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের লালপুরে ভুট্টা ক্ষেত থেকে সোহেল(৩০) নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার(১২ই মার্চ-২৩) সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় ভুট্টার জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মৃত সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,এয়ারপোর্ট মোড়ে সোহেল একটি দোকান ভাড়া নিয়ে টিভি মেরামতের কাজ করতেন।
নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন,আমার স্বামী সোমবার দিবাগত রাতে দোকান থেকে টেলিভিশন মেরামত করে প্বার্শবর্তী শফির বাড়িতে নিয়ে যান।পরে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন লালপুর থানাকে জানায়। পরে মঙ্গলবার সকালে এয়ারপোর্ট মোড়ের দক্ষিণে ভুট্টার জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।তিনি তার স্বামীর এই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।এ ঘটনায় শফি ও তার স্ত্রী পালিয়ে গেছে বলেও জানান সোহেলের স্ত্রী নাছিমা বেগম।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহম্মেদ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে সোহেল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply