বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৮ মার্চ ) বাঘা উপজেলায় পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাঘা পৌরসভার ২ নং ওয়ার্ডের বেলালের মোড় এলাকার মৃত সামাদ ওরফে মাজেদ আলীর ছেলে নাসির উদ্দিন (৩২),আলাইপুর মন্ডলপাড়া গ্রামের নয়েন মন্ডলের ছেলে বজলুল করিম।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মাহাবুব সঙ্গীয় ফোর্স। এসময় বজলুল করিমকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।এছাড়া পৃথক স্থান থেকে নাসির উদ্দিনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও এসময় ৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় বাঘা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার(১৯ মার্চ) সকালে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply