বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে হিরোইনসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। মঙ্গলবার (২৬ মার্চ) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি বাঘা উপজেলার মহদীপুর(সবজিপাড়া)গ্রামের আকবর আলীর (হুকবার আলী) ছেলে জুয়েল ইসলাম (৩২)।
ডিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান,পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সামাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার(২৬মার্চ) বিকেল ছয়টার দিকে বাঘা থানাধীন ভানুকর গ্রামস্থ মোঃ শাহিন,পিতা-মোঃ সাইদুর রহমান এর বাড়ীর উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল ইসলামকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা নং-৩৭ তারিখ-২৬/০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(খ) রুজু করে বুধবার (২৭ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply