বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ : রাজশাহীর বাঘায় জমি-জায়গা নিয়ে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলার খানপুর গ্রামে শাজাহান আলী ও আত্তাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি-জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত প্রায়-৮জন আহত হয়। আত্তাব আলীর পক্ষের আহতরা হলো-আত্তাব আলীর ছেলে আরিফ হোসেন (৩০), মৃহ হযরত আলীর ছেলে লিটন আলী (৩৫), আরিফের স্ত্রী ফারিনা খাতুন (২৬)। শাজাহান আলীর পক্ষে আহতরা হলো-মৃত খলিল হোসেনের ছেলে শাজাহান আলী (৫০),মৃত ফরিদ হোসেনের ছেলে আজগর আলী (৬৫),নাজিম উদ্দিনের ছেলে মেজর হোসেন (৩৫)। তাদের উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ শোয়েব আলী বলেন- “এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply