রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা বায়া বাজারে মোড়ে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া কিশোরকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামিকে আটক করে।আটক কিশোরের নাম রেজাউল হোসেন তারেক।শনিবার(৩১ মার্চ) সকালে বায়া বাজার চেকপোস্ট কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ হোসেনের সিগন্যাল অমান্য ও গুরুতর আঘাত করে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্য হলেন, মো: ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।
পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পয়েন্ট করছিলো। এসময় এক কিশোর বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও বলেন, পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেফতার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু করে। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামিকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply