বাঘায় মুর্শিদপুরে একটি বাড়িতে আগুন লাগায় ৫ নম্বর ফিডার বন্ধ।
#পরামর্শঃ
মুর্শিদপুরে একটি বাড়িতে পাটের ঘর হতে আগুনের সুত্রপাত হয়। এই কয়েক মাসে বেশ কয়েকটি অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।তারমধ্যে উল্লেখযোগ্য বেড়িলাবাড়ীতে পাটের গোডাউনে আগুন।চন্ডিপুরে বসত বাড়িতে আগুন।তেপুকুরিয়ায় ক্যারেট গোডাউনে সবচেয়ে বড় অগ্নিকান্ড।বিভিন্ন ঘটনা ঘটে বিভিন্ন কারনে।
তার মধ্যে একটি কারন বৈদ্যুতিক সর্টসার্কিট। শুধু বাঘাতে নয় এর আশেপাশের অনেক এলাকাতেই পাট গুদামজাত করন প্রক্রিয়া অব্যাহত আছে। পাট গুদামজাত করন পুর্বে গুদাম কিংবা বাড়ির যে রুমে পাট রাখবেন সেই গুদাম/ রুমের ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেমন মেইন সুইজ,সার্কিট ব্রেকার,সুইচ বোর্ড,এলোমেলো তার, বাল্বের হোল্ডার,ফ্যানের পরিত্যাক্ত/সচল পয়েন্ট/রেগুলেটর, ফিউজ,এনালগ কাটআউট,লুজ কানেকশন অর্থাৎ সমস্ত বৈদ্যুতিক পয়েন্ট পুর্ণমাত্রায় সঠিক মানের ইলেকট্রিক্যাল সমগ্রী সঠিক ভাবে স্থাপন করতে হবে নতুবা সম্পুর্ণরুপে সকল পয়েন্ট রিমুভ করতে হবে। এক্ষেত্রে রিমুভ করায় বেশি নিরাপদ হবে।তাহলে বৈদ্যুতিক সর্টসার্কিটের কোন ঝুঁকি থাকবে না।
কোন দুর্ঘটনা কাম্য নয়। নিজেরা একটু সাবধানতা অবলম্বন করি। তাহলে দুর্ঘটনার মাত্রা অনেকটা কমে আসবে।
ছবিঃ প্রতিকী (সংগৃহীত)।
Leave a Reply