বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ বাড়ী থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়কঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে বাঘা উপজেলার সড়কঘাট কাঠের “শ”মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী একজনের রনি শেখ (২২)। তিনি বাঘা উপজেলার কলিগ্রামের গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে কলিগ্রাম সড়কঘাট থেকে বাঘায় যাওয়ার পথে সড়কঘাট শ’মিলের সামনে ভ্যানের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে গিয়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রনি শেখ ঘটনাস্থলেই মারা যায়।এ সময় গুরুতর আহত হয় অটোভ্যান গাড়ির যাত্রী রাজু আহমেদ (২০) , আব্দুস সাত্তার (২১) এবং চক নারায়ণপুর এলাকার মিলন হোসেনের ছেলে দুরন্ত (১৭) ও মোটরসাইকেলের আরোহী রাকিব আহমেদ রকি ( ২২) । এদের মধ্যে রাজু ও আব্দুস ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক । এ দুজনসহ দুরন্ত কে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে। রকিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুইজন এবং ভ্যানচালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
প.প কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ , সড়ক দুর্ঘটনায় চারজনের একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,মরদেহ বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply