বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহী আশরাফুজ্জামান বিপুল হোসেন (৪৫) পাশ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার বিলমাড়িয়া হতে নওপাড়াগামী একটি ইট বোঝাই পাওয়ার টিলারের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল আরোহী বিপুল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply