নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘায় ঐতিহাসিক মাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিনের জন্য বসেছে মেলা। এ মেলার ৫ম দিনেও হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হতে দেখা গেছে। ঐতিহাসিক এ মেলায় অবৈধভাবে চলছিল জুয়া খেলার বোর্ড। রবিবার (১৪ এপ্রিল) রাত ১২ টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে জুয়ার বোর্ড থেকে ১০ জন কে আটক করে বন্ধ করা হয় মেলার জুয়া খেলা।জুয়া পরিচালনাসহ খেলার দায়ে আটক করা হয়েছে বিএনপির নেতা,পৌরসভার সাবেক কাউন্সিল সহ ১০ জনকে। জুয়ার বোর্ড হতে দৌড়ে পালিয়েছে বেশ কয়েকজন।আটককৃতরা হলেন,বেলাল হোসেন, রুবেল হোসেন, হাসান আলী, মহসিন আলী, রায়হান আলী, খালেদ মাসুদ পাইলট, আব্দুর রশিদ, মোশারফ হোসেন, মাহবুবুর রহমান হিমেল, আলমগীর হোসেন।
পলাতক আসামিরা হলো: তানভীর আহমেদ তূর্য,শিহাব আলী,মওদুদ আহমেদ সবুজ, রাসেল,রিমন আলী,জামাল হোসেন ও সুরুজ জামান।
জানা যায়,আটককৃতদের বিরুদ্ধে বাঘা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ মামলা রুজু করা হয়েছে। যার মামলা নাম্বার -২১, তারিখ ১৫/৪/২০২৪ ইং।
উল্লেখ্য,এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ৯ জন নৃত্য শিল্পী কে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,অবৈধভাবে জুয়া খেলা ও পরিচালনার দায়ে ১০ জন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply