মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ষাটোর্ধ বৃদ্ধ হযরত আলী।পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।কিন্তু সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্স।কিন্ত টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি তার স্বজনরা।পরিশেষে বাধ্য হয়ে রোগীকে নিয়ে যান বাড়িতে।বাড়িতে নেওয়ার ঘন্টা খানেক পরই চিকিৎসার অভাবে বিষপান করা ওই রোগী মারা যায়।
বুধবার(২৪ এপ্রিল-২৪) দুপুর দেড়টার দিকে ভূঁইয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে।নিহত হযরত একই এলাকার সোবহানের ছেলে বলে জানা যায়।
Leave a Reply