মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার দায়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করার পর ৪ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার(১লা মে-২৪) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-একই উপজেলার সুমন (২৮),লিটন(৪৪), তমাল(২২) ও রবিউল (৪৪)।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ সংবাদ কর্মীদের জানান,এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।মামলার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।অন্য আসামিদেরও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মঞ্জুর ভাই মাসুদ রানা সংবাদ কর্মীদের জানান,মঙ্গলবার(৩০শে এপ্রিল)দিনগত রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অন্তত ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে বুধবার দুপুরে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত,২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল চিনিকল গেটের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঞ্জুর সেই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলে জানা যায়।
Leave a Reply