মেহেরুল ইসলাম মোহন নাটোরঃ প্রতিবন্ধিতা বোঝা নয়,শ্রমে জ্ঞানে করবো জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে গড়ে উঠে আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন নামক সংস্থাটি।এর-ই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ই মে-২৪) সকালে বিলমাড়িয়া ইউনিয়নে অবস্থানরত বিলমাড়িয়া মডেল একাডেমির সন্মেলন কক্ষে উক্ত সংস্থাটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিনের সঞ্চালনায় প্রতিবন্ধীদের উন্নয়নে একটি সাধারণ সভার আয়োজন করা হয়।উক্ত সভায় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিন্টু,সংস্থাটির সহ- সভাপতি মিতা খাতুন,বিশিষ্ট সমাজ সেবক মনিনুল ইসলাম@ মোমিন ডাঃ,বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী ডাঃ,সদস্য রাজু আলী,নাহিদ হোসেন,কাউসার হোসেন, সাইফুল ইসলাম,সাংবাদিক আব্দুর রশিদ মাষ্টার,জিয়াউর রহমান,মজিবুল হক,সাকিরা খাতুন,আব্দুল আল মাহফুজ,আরিফ মাহমুদ,মিজানুর রহমান,হেলাল আহমেদ,ইসলাম প্রাং,কুতুব মন্ডল,দিপংকর চৌধুরী সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদের ভাগ্যের দুয়ার খুলেছে। সরকারি ভাবেও বিভিন্ন ধরনের সহায়তায় তারা পাচ্ছে।সেই সাথে আমাদেরকেও তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রতিবন্ধী সদস্যদের নিয়ে তাদের উন্নয়নে কাজ করার প্রবল ইচ্ছে নিয়ে এই সংগঠনের অগ্রগতি নিশ্চিত করার আহবান জানিয়েছেন তিনি।
Leave a Reply