বাঘা(রাজশাহী)প্রতিনিনিঃ রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করেছেন! বুধবার (২৬ জুন) বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
গত শনিবার(২২ জুন) ১০টার দিকে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি,স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা চত্তরের সামনে মানববন্ধন শুরু করে উপজেলা আওয়ামীলীগ। এ সময় আক্কাছ আলীর নেতৃত্বে শতাধিক লোক নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ হামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা বেগতিক দেখে আইসিইউতে নেয়া হয় এবং ৪ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন।
জানা যায়,শনিবার ১০ টার দিকে বাঘা উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর কর্মী সমর্থকরা সাব-রিজেস্টি অফিসে কতিপয় ব্যক্তি দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
Leave a Reply