মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর থানাধীন গৌরিপুর গ্রামে ছানাউল্লাহ (৭০)এর বসতবাড়িতে গত ১লা জুলাই-২৪ রাত্রে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী এবং ওয়ারড্রবের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ০৪ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রুজু হয়।পরে
উক্ত ঘটনায় নাটোর জেলার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারদ্বয়ের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত আসামী তৈয়ব আলী প্রামানিক(৩০)কে গত ৯ই জুলাই গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্য মোতাবেক অত্র ঘটনার মূল আসামী আলমগীর হোসেন ওরফে আলম(৪৫) সাং-নগর সাওতা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া বর্তমান ঠিকানাঃ শ্বশুর-মৃত আলতাব হোসেন,সাং-মোহরকয়া, থানা-লালপুর, জেলা-নাটোর এবং রানা(২৩),সাং- হাবিবপুর (তোয়াজের মোড়), থানা-চারঘাট,জেলা- রাজশাহীকে ১০ই জুলাই গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চুরি হওয়া ০১টি স্যামসাং বাটন ফোন, ০২টি স্বর্ণের চেইন, ০১ জোড়া কানের রিং, ঘটনার কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ঘটনার কাজে ব্যবহৃত একটি জি.আই পাইপ, একটি লোহার রড, একটি হাতুড়ি ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
Leave a Reply