নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিজয় মিছিল থেকে ফেরার পথে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলমকে হত্যার অভিযোগে মহেশখালী-কুতুবদিয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদ’সহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) রাতে নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে মহেশখালী থানায় এই মামলা করেন।
মামলার এজাহারে থেকে জানা যায়, মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদ,উপজেলা যুবদলের নেতা জাহেদুল হক নাহিদ, শ্রমিক নেতা হাবিব উল্লাহ হাবিব,উপজেলা যুবদল নেতা আনছার উল্লাহ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক জুয়েল’সহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে বলে জানা যায়।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনে পর বিজয় মিছিল থেকে ফেরার পথে হামলা চালান। এ সময় মধ্যে বানিয়ার দোকানের সামনে পৌঁছলে সড়কে আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় কিছু সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শফিকে। দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শফিকে হত্যার অভিযোগে শনিবার রাতে একটি মামলা হয়েছে। বিএনপির ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৭/৮ জনকে মামলায় আসামি করা হয়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply