1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশরহাট প্রগতি সংঘের আহবায়ক কমিটি গঠন রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর রাজশাহীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প: নেতৃত্বে আরশাদ বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বাঘায় আনন্দ মিছিল আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি,বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

রাজশাহীর তানোরে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ 

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর সরকারি একে সরকার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।
গত সোমবার দুপুরে  পদত্যাগ করেন অধ্যক্ষ। পদত্যাগের  পর  বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ যায়।  এদিকে অধ্যক্ষের পদত্যাগের পর বৈষম্যবিরোধী ছাত্ররা  তার সময়ে করা
নানা অনিয়ম দূর্নীতির  তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের  দাবি জানান।
জানা গেছে, বিগত ২০২১ সালের জুন মাসে নীতিমালা লঙ্ঘন ও  রাজনৈতিক বিবেচনায় প্রভাষক সাইদুর রহমানকে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ করা হয়।
এদিকে সাইদুর রহমান দায়িত্ব পাবার পরপরই আওয়ামী লীগ  মতাদর্শী একশ্রেণীর শিক্ষকের  যোগসাজশে
কলেজে আওয়ামী লীগের রাজনৈতিক বলায় তৈরি করেন। এছাড়াও রাজশাহী শহরে বসবাসরত  ও স্থানীয় শিক্ষকদের মাঝে দেখা মতবিরোধ ও কাঁদা ছোঁড়া-ছুড়ি। অধ্যক্ষের অনুগত শহরে বসবাস করা অধিকাংশ শিক্ষক  নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও সকল সুযোগ-সুবিধা ভোগ করেন। এতে কলেজে পাঠদান মুখ থুবড়ে পড়ে।
অন্যদিকে স্থানীয় শিক্ষকদের নিয়মিত কলেজে উপস্থিত হতে চাপ দেয়া হতো বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান আওয়ামী লীগ মতাদর্শী শিক্ষকদের যোগসাজশে অভিভাক ও শিক্ষার্থীদের জিম্মি করে কলেজে ভর্তি ও ফরম পুরুনে ব্যবস্থাপনা-ফি ৫০ টাকার স্থলে ৪০০ থেকে  ৬০০ টাকা এবং ফরম পুরুণে ৮০০ থেকে হাজার টাকা করে বেশী নেয়া হয়।
এছাড়াও একাডেমিক কাউন্সিল ফি ২০০ টাকা হলেও আদায় করা হয় ৩০০ টাকা। ওদিকে কলেজে কোনো শিক্ষক পরিষদ না থাকলেও   (ভারপ্রাপ্ত)
অধ্যাক্ষ  মনগড়াভাবে নেকছার আলী নামের এক শিক্ষককে সম্পাদকের দায়িত্ব দিয়ে তার মাধ্যমে যাবতীয় কাজ করেছেন। অবশেষে ১৯ আগষ্ট সোমবার বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইদুর রহমান। এবিষয়ে জানতে চাইলে  (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইদুর রহমান জানান, ছাত্ররা সাদা কাগজে লিখে এনে আমাকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করেন। তিনি বলেন, সব শিক্ষক অফিসে বসেছি, ইউএনও স্যারের কাছে সবাই মিলে যাব। অনিয়ম দূর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, পদত্যাগ পত্র পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶