মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী খ্যাত শুটার সজীবকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার(২২শে আগষ্ট-২৪)দুপুরে বড়াইগ্রাম উপজেলাধীন বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে শুটার সজীবকে সেনাবাহিনী ও পুলিশ আটক করে বলে জানা গেছে। আটককৃত সজীব নাটোর সদরের দত্তপাড়া এলাকার জনৈক রাইজুলের ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এলাকাবাসী জানতে পারেন যে, রিংকুর বাড়িতে শীর্ষ সন্ত্রাসী খ্যাত সজীব সহ তিনজন সন্ত্রাসী অবস্থান করছে।এ সময় এলাকাবাসী তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দুজন পালিয়ে যায়।স্থানীয় জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করে বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অফিসার কে জানায়।পরে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । বাড়ির মালিক রিংকু ও শুটার সজীবের ভাই শাকিল লোকজনদের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধরতে গেলে দুজন ব্যক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত যখম করে বলেও জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়ার যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি এই সজীব।
Leave a Reply