চারঘাট (রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে এক বিঘা জমির ছোট-বড় আনুমানিক ২৫০টি কলাগাছ ও সুপারি গাছ কেটে ফেললো দূর্বত্তরা।
চারঘাট মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়,বূহস্পতিবার (২৩ আগস্ট) দিবাগত রাত্রি অঅনুমানিক ৩টায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মৃত মোজাহার মন্ডল এর ছেলে সাংবাদিক শামীম শাহরিয়ার নিজ জমিতে ২৫০টি কলাগাছ ও ১০টি সুপারি গাছসহ বিভিন্ন ফলজ প্রজাতির গাছ কে বা কাহারা গাছের গড়া কেটে সাবার করে পালিয়ে যায়। শুক্রবার সকালে গ্রামের স্থানীয় লোকজন জানালে আমি দ্রুত বাগানে গিয়ে দেখি ছোট-বড় ২৫০টি কলাগাছ ও সুপারি গাছ কেটে সাবার করেছে। প্রায় আনুমানিক ক্ষতি দেড় লক্ষাধিক টাকা।
সাংবাদিক শামীম শাহরিয়ার বলেন, আমার সাথে কাহারো শত্রæতা নেই, তবে কলাগাছ ও সুপারি গাছের উপর শত্রুতা কেন? দ্রুত তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।
এব্যাপারে সহকারি পুলিশ সুপার চারঘাট-বাঘা (সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, বিষয়টি অবগত রয়েছি,তবে তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Leave a Reply