বাঘা রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ১১৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ র্যা-৫ এক নারিসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে করেছে। আটককৃতরা হলেন,বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের শওকত আলীর ছেলে রুবেল ইসলাম (৩২),বারশত দিয়াড় (বারোশি পাড়া) গ্রামের আরমান আলীর ছেলে সোহেল রানা ওরফে রানা(৩০) ও বাঘা পৌরসভার ২নং ওয়ার্ডের পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী মোছাঃ সোনা ভানু (২৭)।
রোববার (২৫ আগস্ট ২০২৪) পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।
র্যাব সুত্রে জানা যায়,রবিবার ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ সোনা ভানু (২৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে ফেন্সিডিল রেখে ব্যবসা করছিল । তারা স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসায় জড়িত।
একই দিন বিকেল ৫টায় আলাইপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেন্সিডিলসহ রুবেল ইসলাম ও সোহেল রানা @ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলামত হিসেবে তাদের কাছ থেকে ২ টি মোবাইল,৩ টি সীম জব্দ করা হয়।
এ বিষয়ে পলাতক আসামীসহ বাঘা থানায় পৃথক দুটি মামলা রজু করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান,র্যাবের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply