বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা বাঘার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত মাদক কারবারীর নাম ইমন (২২)। তিনি বাঘা উপজেলার আলাইপুর মহাজনপাড়ার আফজাল আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫, রাজশাহী, মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, বাঘার আলাইপুর গ্রামে কতিপয় মাদক কারবারী ফেন্সিডিলসহ নিজ বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ইমামের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এসময় ইমামকে আটক করে র্যাব। পরে তার বাড়ি তে তল্লাশী চালিয়ে ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটককৃত ইমাম একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র্যাব। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
Leave a Reply