1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৩২তম শুভজন্মদিন নাটোরের সাহসী সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের থানা আগুন দিয়ে পুড়িয়েছি তুইতো সামান্য সাংবাদিক, কে এই সুফিয়ান! নাটোরের বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন চারঘাট ও বাঘায় পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বাঘায় শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে চন্দনা দত্তের অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী,লুঙ্গি,ধুতি বিতরণ সাংবাদিক মিনা হৃদরোগে আক্রান্ত,বাঁচতে চায় নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাঘায় বিএনপি নেতৃবৃন্দের পুজা মন্ডপ পরিদর্শন চারঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা তাহেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন

বাঘায় র‌্যাবের মামলায় আটক ১৬

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

 

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় সিপিএসসি,র‌্যাব-৫ অভিযানিক দলের সদস্যদের বৈধ সরকারি কর্ত্তব্য পালনে বাধা প্রদানসহ হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি,ধাক্কা ধাক্কি করে বসতবাড়ির ভেতরে ঢুকায়ে গেট আটকায়ে আবদ্ধ করে হ্যান্ডকাপ,র‌্যাব জ্যাকেট,সরকারি রেইনকোট ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে। গত বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আলাইপুর (গাবতলীপাড়া) জিবরুল মীর (৪২),মোঃ রুবেল (৩২), মোঃ মিনজুল (৩২),আলাইপুর (নাপিতপাড়া) রাকিব আলী (৩০), উপর আতারপাড়া গ্রামের বেল্লাল আলী (৩৫), শাকিল আহম্মেদ (১৯), আবুল কালাম (৩৫), বারশতদিয়ার গ্রামের জয়নাল আবেদীন (৩৫), বেল্লাল হোসেন (২৫), মহদীপুর গ্রামের জামাল হোসেন (৫০), হৃদয় আলী (১৯), মহদীপুর (পশ্চিমপাড়া) ফজলু হক (৩৫), মোঃ বাদশা আলী (৩৬),মহদীপুর (সবজিপাড়া)’র রিপন আলী (৪২), ভানুকর গ্রামের নজরুল ইসলাম (৫০), কেশবপুর গ্রামের রেজাউল শেখ (৫৮)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৫ এর ডিএডি ইমরান আলী বাদি হয়ে উপজেলার বারশতদিয়াড় গ্রামের রাজা ইসলামকে ১ নম্বর আসামী করে তার বোন রুপালি,স্ত্রী বৈশাখী, রাহেলা মেম্বর সহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। (মামলা নম্বর-৫ তাং-১০-০৯-২০২৪)।
মামলার এজাহারে সূত্রে জানাযায়, সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে মাদক দ্রব্য উদ্ধার,নিয়মিত মামলার আসামী আটক ও আইনশৃঙ্খলা রক্ষার্থে অফিসার ও ফোর্সসহ চারঘাট ট্রাফিক মোড়ে অবস্থাকালে জানতে পারেন মাদক ব্যবসায়ী রাজা ইসলামের বসতবাড়িতে সে সহ কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল মজুদ রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। রাত সাড়ে ১০টায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোটরাসাইকেল,পিকআপ ভ্যানে ঘটনাস্থল এলাকায় পৌছে আনুমানিক ১কিলোমিটার দুরে পিকআপ পার্টিকে রেখে সঙ্গীয় মোটরসাইকেল পার্টিকে নিয়ে রাজা ইসলামের বাড়ির কাছাকাছি পৌছেন।

তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২জন ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন এবং ১জনকে নাম জিজ্ঞাসা করলে তার নাম রাজা ইসলাম বলে জানায়। র‌্যাবের পরিচয় প্রদান করে তার বাড়িতে ফেন্সিডিল মজুদ আছে কি-না, জিজ্ঞাসাবাদ করতেই বৈধ সরকারি কাজে বাধা প্রদান ও আক্রমন করার উদ্দেশ্য সোরগোল করে বলে কয়েকদিন আগে আমার বড় ভাইকে ৮৫০ বোতল ফেন্সিডিলসহ ধরেছে,আজকে আবার এসেছে। তোমরা কে কোথায় আছো এগিয়ে এসো। এরা পাইছে কি? এদেরকে ধরো। এসময় সংঘবদ্ধ জনতা দেশীয় লাঠি,লোহার রড,ধারালো হাসুয়াসহ মামলার বাদি,তার সঙ্গীয় এলএস সোহাগ হোসেন,এএসআই নজরুল ইসলামল্যাঃ কর্পোঃ জাহদুর রহমান,দুলাল হোসেন,নায়েক আফছার আলী, কনেস্টবুল মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কিল-ঘুষি,ধাক্কা ধাক্কি করে বসতবাড়ির ভেতরে ঢুকায়ে গেট আটকায়ে আবদ্ধ করে রাখে। মুঠোফোনে বিষয়টি জানানোর পর,মোটরসাইকেল ও পিকআপ পার্টির সদস্যগন তাদের উদ্ধারের জন্য যুক্ত হয়। রাজা ইসলামের পিতা আরমান আলী বলে এর আগে এক ছেলেকে ধরে নিয়ে গেছেন, এই ছেলেকে নিয়ে যেতে দিবোনা বলে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে পড়ে। এ সময় রাজা ইসলামসহ তার বোন,মা অকাট্য ভাষায় গালিগালাজ করে কিলঘুষি মারে। আরমান মারা গিয়েছে বলে গুজব ছড়ায় রাহেলা মেম্বর। অন্যান্য আসামীরা সঙ্গীয়দের মারধর করে ৪ জোড়া চায়না হ্যান্ডকাপ,২টি র‌্যাব জ্যাকেট,২টি সরকারি রেইনকোট ছিনিয়ে নেয়। পরে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আহত র‌্যাব সদস্যরা।
স্থানীয়রা জানান,সোরগোল শুনে গ্রামের লোকজন আগায়ে যায়। এক পর্যায়ে রাজা ইসলামের বাড়ির ভেতরে র‌্যাব সদস্যদের আবদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ জনতার নিয়ম বহির্ভুত আচরণে র‌্যাবের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আরমান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল বলে জানান স্থানীয় রবিউল আওয়াল।

রাজা ইসলামের ভাষ্য, বছর খানেক আগে সৌদি থেকে বাড়িতে এসে গ্রামের হাবিবুর এর মোড়ে মুদি ব্যবসা শুরু করেছেন। সোমবার রাতে ২টি মোটরসাইকেলে সিভিল পোষাকধারি তিনজন ব্যক্তি দোকান থেকে ১০০ থেকে ১৫০ ফিট দুরে চাইপাড়া এলাকায় নিয়ে বলে তুই মাদক ব্যবসা করিস,মাদক কোথায় আছে বল। আমি মাদক ব্যবসা করিনা বলতেই সেখানে তারা মারধর করে। বাড়িতে তল্লাশির সময় পিতা,মাতা স্ত্রী,বোনকে লাঞ্চিত করা হয়েছে বলে দাবি তার। হামলা চালিয়ে র‌্যাব সদস্যদের মারধরের বিষয়ে বলেন,কারা কি করেছে তা জানিনা।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল জানান, বিষয়টি বাঘা থানা পুলিশকে জানানোর পর, সেনাবাহিনী,বিজিবি,পুলিশ বাহিনীর সদস্যরা তাদের নিয়ে যান। পরে দিন হ্যান্ডকাপ,র‌্যাব জ্যাকেট,সরকারি রেইনকোট,স্টিক লাঠি,১টি হেড ফোন থানায় জমা দেওয়া হয়েছে। সেগুলো ব্যাগের ভেতরে পাওয়া গেছে বলে জানান। মারধর ও লাঞ্চিতের অভিযোগ অস্বিকার করে মামলার বাদি ইমরান আলী বলেন, মাদকের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু উদ্দেশ্য প্রনোদিতভাবে সরকারি কাজে বাঁধা প্রদান করেছে সেখানকার জনগন। তার দাবি,র‌্যাব অন্যায়ভাবে কিংবা আক্রোশমূলক কোন কাজ করেনি। জানা গেছে,ওই এলাকার প্রায় লোকজন মাদক ব্যবসায় জড়িত। র‌্যাব,ডিবি পুলিশ,থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ অনেককে আটক করেছে।

মামলা, র‌্যাব সদস্যদের উপর হামলা ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু সিদ্দিক বলেন,র‌্যাবের পক্ষ থেকে দায়ের করা মামলায় ১৬জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্যঃ মামলার এজাহারে বারশতদিয়াড়, আলাইপুর,ভানুকর,বিনোদপুর,রুপপুর,কেশবপুর,রাউথা গ্রামের লোকজনের নাম রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶