1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৩২তম শুভজন্মদিন নাটোরের সাহসী সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের থানা আগুন দিয়ে পুড়িয়েছি তুইতো সামান্য সাংবাদিক, কে এই সুফিয়ান! নাটোরের বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন চারঘাট ও বাঘায় পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বাঘায় শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে চন্দনা দত্তের অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী,লুঙ্গি,ধুতি বিতরণ সাংবাদিক মিনা হৃদরোগে আক্রান্ত,বাঁচতে চায় নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাঘায় বিএনপি নেতৃবৃন্দের পুজা মন্ডপ পরিদর্শন চারঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা তাহেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক টাইলস মিস্ত্রি আহত হয়েছেন। এব্যাপারে রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী টাইলস মিস্ত্রি আইনুল ইসলাম টনি। টনি নগরীর বহরমপুর অচিনতলা এলাকার মৃত তমির উদ্দিন কালু শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় অচিনতলা মোড়ে এক দল সন্ত্রাসী এ হামলা চালায়।
থানা ও এজাহার সুত্রে জানা যায়, ওইদিন একই এলাকার বিনোদের ছেলে সুজন ওরফে বাঘু, আজাহারের ছেলে রাব্বিল, পিন্টুর ছেলে শিশিরসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী টাইলস মিস্ত্রি টনির উপর ধারালো অস্ত্রসস্ত্রসহ আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই ভুক্তভোগী টনি বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। টনির বাম পায়ে ছুরিকাঘাতে কয়েকটি সিলাই পড়ে।
বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, একজন টাইলস মিস্ত্রিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ে হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত টনি বলেন, ১৯ সেপ্টেম্বর সকালে একটি চায়ের দোকানে একজন বয়স্ক মানুষের সঙ্গে বাঘু নামে ওই ছেলে খারাপ আচারণ করেন। এটার প্রতিবাদ করায় সন্ধ্যায় সন্ত্রাসীদের নিয়ে এসে তার উপর হামলা চালায়। এতে তার শরীলের বিভিন্নস্থানে ছিলাফোলাসহ বাম পায়ের থাইয়ে কয়েকটি সিলাই পরে।
উল্লেখ্য, রাব্বিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে মাদকাসক্ত। চুরি, ছিনতাইসহ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶