রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে নদীর দখল-দূষন রোধ,সকল বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ সেপ্টেম্বর) মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার সভাপতি জামাত খান,সহ-সভাপতি সেলিনা বেগম,আফরোজ আক্তার লিপি, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজান, ক্রিয়া সম্পাদক নমান নবী রনী,কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন,গ্রীন ভয়েসের বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুর রহিম বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন,নদী-নালা খাল-বিল গুলো ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিক ভাবে সেই সকল দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্ছেদের দাবি জানান। সেই সাথে সবাইকে নদী রক্ষায় এগিয়ে আসবার আহ্বান জানান।
Leave a Reply