1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৩২তম শুভজন্মদিন নাটোরের সাহসী সাংবাদিক মেহেরুল ইসলাম মোহনের থানা আগুন দিয়ে পুড়িয়েছি তুইতো সামান্য সাংবাদিক, কে এই সুফিয়ান! নাটোরের বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন চারঘাট ও বাঘায় পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল বাঘায় শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে চন্দনা দত্তের অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী,লুঙ্গি,ধুতি বিতরণ সাংবাদিক মিনা হৃদরোগে আক্রান্ত,বাঁচতে চায় নাটোরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাঘায় বিএনপি নেতৃবৃন্দের পুজা মন্ডপ পরিদর্শন চারঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা তাহেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আইনশৃঙ্খলা বিষয়ক মনিটরিং টিম গঠন

নিউ লাইফ সামাজিক সংগঠন এর কমিটি গঠন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধিঃ  “আপনি জাগলে জাগবে দেশ, আপনি ঘুরে দাড়ালে দাঁড়াবে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল করার লক্ষে রাজশাহী হরিয়ান ইউনিয়ন এলাকার রনহাট, কুখন্ডী, মল্লিকপুর, নলখোলা, এলাকায় এই কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এম.আর.কে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সুধী সমাবেশের মাধ্যামে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ শরিফুল ইসলাম।
কোরআন তেলাওয়াত শেষে মোঃ জয়নাল আবেদিনকে আহ্বায়ক ও ইন্তাজুল হক মিলনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল উদ্দিন।
সুধী সমাবেশে সভাপতি’সহ আরো বক্তব্য রাখেন কাটাখালী থানার ওসি মোঃ আব্দুল মতিন, এম.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সারাংপুর মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম রান্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রজব আলী, পবা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আলী হোসেন (আলী), সহকারী শিক্ষক মোঃ বাবলুর রশীদ।
হাবিবুর রহমান বলেন, রসুলের আদর্শ ও ইসলামী আদর্শে সমাজ গড়ার প্রত্যয়ে সমাজের ফেতনা ফাসাদ দুর করনে কাজ করতে হবে, এবং সমাজের মধ্যে মাদক ও নেশা গ্রস্থদের সঠিক পথে আনার জন্য নিউ লাইভ সামাজিক সংগঠন কাজ করবে এবং সচেতনতা বৃদ্ধি করবে। এদের মাধ্যমে এলাকায় শান্তি রক্ষায় কাজ করবে বলে আমরা আশাবাদী।
এম.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, ছাত্ররা দেশের ভবিষ্যৎ, যদি যুব সমাজ ধ্বংস হয় তাহলে দেশ ধ্বংস হবে। প্রতিটা শিক্ষার্থীদের ফজরের নামাজের পর জেনো পড়ার টেবিলে ফিরে আসে এবং খেলার মাঠে ফিরে আসে সে লক্ষ্যে কাজ করতে হবে।। যাতে করে মাদক থেকে যুব সমাজ রক্ষা পায়। আমাদের যে সকল ছেলেরা মাদকাসক্ত তাদের পরিবারের মাধ্যমে মাদক নিরাময় সেলে প্রেরণ করার কথা বলেন তিনি।
ওসি, মোঃ আব্দুল মতিন বলেন, আমি কাটাখালী থানায় গত ১৭ সেপ্টেম্বর যোগদান করি এবং প্রথমেই দেখতে পাই এসব এলাকায় মাদকাসক্ত বেশি । আপনারা নিউ লাইভ সামাজিক সংগঠন এর মাধ্যমে সমাজের পেশা জীবি মানুষ ও সচেতন নাগরিক যারা আছে তাদের আমি সর্বদা সহযোগিতা করবো। বেকার সমস্যা থেকে মাদকাসক্তে আসক্ত হয়ে পড়ছে। এছাড়াও ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ বন্ধ কাজ করবো। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করতে চাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার সন্তান পড়ার টেবিলে বসছে কিনা, মোবাইল ফোনে কি ভিডিও দেখছে এগুলো লক্ষ্য করতে হবে। তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।
রজব আলী বলেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমরা আগে মন খুলে কথা বলতে পারিনি। কিন্তু এখন আমরা স্বাধীন এখন মন খুলে কথা বলতে পারছি। দেশ থেকে মাদকাসক্ত দুর করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।
জয়নাল আবেদীন বলেন, এই কমিটির মাধ্যমে সমাজের মাদক, নেশা দ্রব্য,বাল্য বিবাহ, ইভটিজিং দুর হবে এবং সবাই লেখা পড়ার পাশাপাশি খেলার মাঠে ফিরে আনতে হবে। এই সংগঠনের মাধ্যমে এলাকায় শান্তি ফিরে আসবে বলে আমি মনে করি।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶