বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ডাঃ আসাদ ক্যারাম টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) পাকুড়িয়া ইউনিয়নের হাজাম পাড়া মোড়স্থ জাহাঙ্গীর স্টোরের সামনে খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো,গোলাপ স্পোটিং ক্লাব, বেলী স্পোটিং ক্লাব, রজনী গন্ধা স্পোটিং ক্লাব, টাইগার স্পোটিং ক্লাব, শাপলা স্পোটিং ক্লাব, হিরো স্পোটিং ক্লাব, ড্রাগন স্পোটিং ক্লাব ও লায়ন স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টটিশুভ উদ্বোধন করেন ডাঃ আসাদুজ্জামান (আসাদ)। জাজের দায়িত্বে ছিলেন, কিশোর পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। আয়োজক ও ধারা ভাষ্যকার ছিলেন প্রভাষক সোহানুর (সনি)।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম প্রভাষক কেশবপুর উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, লূৎফর রহমান এ টি ও পুঠিয়া,সাবেক ইউপি সদস্য ছিয়ার উদ্দিন, হরিরাম পুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন থান্দাল বাবর আলী, আরও স্থানীয় বিভিন্ন এলাকার খেলা পিপাসু খেলায়ার বৃন্দ।
Leave a Reply