গণখবর ডেস্কঃ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে আটক করেছে র্যাব।
রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করা হয়। বুধবার (২ অক্টোবর) রাতে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে র্যাব।
৫ আগস্ট অবশ্য শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তার দল আওয়ামী লীগের নেতা-কর্মী ও মন্ত্রী-এমপিরা আত্মগোপনে চলে গেছেন। শেখ হাসিনাসহ অনেকে বিদেশেও পালিয়ে গেছেন।
Leave a Reply