বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর সার্বজনীন মন্দির, বিনোদপুর সার্বজনীন মন্দির, নারায়ণপুর পালপাড়া সার্বজনীন মন্দির ও পাকুড়িয়া পালপাড়া সার্বজনীন মন্দিরে দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন বাঘা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহষ্প্রতিবার (১০অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ এইসব পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পুজা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এইসময় বিএনপি নেতৃবৃন্দ শারদীয় দূর্গা পুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়,সেই জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দিরে মন্দিরে অবস্থান নিবেন বলে জানান।
এ সময় বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন, রাজশাহী জেলা ছাত্র দলের সহ-সভাপতি সোহেল রানা,শাহদৌলা সরকারী কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ তানভীর আহম্মেদ (পিয়াস),রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের তাপস ঘোষ,শাহদৌল্লাহ কলেজের সাবেক প্রচার সম্পাদক শাকিলুর রহমান,আরাফাত হোসেন,অনিক, মেহেদী হাসান রনি, তরিকুল ইসলাম,বিদ্যুৎ,ভুট্টু, বিপ্লব সাইফুল ইসলাম, লালন সদ্দার, স্বাধীন সরদার, মাইনুল ইসলাম রনি, হাফিজুল ইসলাম সনেট,সজলসহ পুজা উদযাপন কমিটি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শণকালে বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বাঘা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শে আমরা বাঘা উপজেলার প্রত্যেকটি মন্দিরে পরিদর্শন করছি। আমরা আশা করছি এইবার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পুজা উদযাপন করবেন সনাতনী সম্প্রদায়ের লোকজন।
Leave a Reply