নিজস্ব প্রতিবেদকঃ নাটোর জেলার আনাচে কানাচে যেখানেই অন্যায়- অত্যাচার,অপরাধ,দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী, এক সাংবাদিকের পদচারণ।যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা,একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের।তাদের মন্দ কাজের সকল আমলনামা ক্যামেরায় ধরে কাগজ-কলমে লিখে তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে।যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক,জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক,সত্য প্রকাশে বারবার নির্যাতিত কলম সৈনিক,অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না,সমাজের কালো মুখোশধারীদের মুখোশ উন্মোচন করাই যার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যে তিনি আর কেউ নয়,তিনিই এ সময়ের প্রিয় প্রতিবাদী সাংবাদিক নাটোর জনপদের সকলের প্রিয় ব্যাক্তি সাংবাদিক মেহেরুল ইসলাম মোহন।
আজকের এই দিনে (১৪ই অক্টোবর-১৯৯৩)এক শুভ ক্ষণে নাটোরের লালপুর উপজেলার এক সম্ভান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক ও সকলের প্রাণ প্রিয় মেহেরুল ইসলাম মোহন।
সাংবাদিক মেহেরুল ইসলাম মোহন এর শুভাকাঙ্খী সাংবাদিক আব্দুর রশিদ মাষ্টার বলেন,কোন জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর,বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক,সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন।তেমনি একজন সাহসী তরুণ সাংবাদিক মেহেরুল ইসলাম মোহন যেখানে অন্যায় অত্যাচার,অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই তিনি পদচারণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত চ্যানেল-২০,দৈনিক গন খবর ও খবর সকাল বিকাল গণমাধ্যমে নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে সেই সাথে খবর নাটোর২৪ এর নির্বাহী সম্পাদক ও ডিএন নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরেক শুভাকাঙ্ক্ষী লালপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী বলেন,মেহেরুল ইসলাম মোহন আমাদের লালপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।আমাদের লালপুর উপজেলা সহ নাটোর জেলার কয়েকজন ঈর্ষান্বিত সাংবাদিকের মধ্যে তাঁর নামটি বেশ পরিচিত ও অন্যতম।
জানা যায় সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন পল্লী চিকিৎসক।
জন্মদিন উপলক্ষে সাংবাদিক মেহেরুল ইসলাম তারঁ সহকর্মী,বন্ধুমহল ও স্বজনদের নিকট থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পেয়েছেন।আজকের এই দিনে সে সকলের কাছে দোয়া আশাবাদী।যাতে করে তার বাকিটা জীবন সকলের মাঝে সততার সাথে বেচে থাকতে পারেন।