চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচীর আওতায় (৬ষ্ঠ থেকে ৮ম শিক্ষার্থীর) অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় আশা ডাকরা ব্রাঞ্চ কর্তৃক ডাঁকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদান কেন্দ্রে এই অভিভাবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীঘা আশা ব্রাঞ্চ এর শিক্ষা সুপারভাইজার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মনিটর) আবু ফয়সাল বিপুল।
অভিভাবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাবান তহুরা,্এডুকেশন অফিসার রাজশাহী। এসময় বক্তব্য রাখেন বাঘা অঞ্চলের এস আর এম আবুল বাশার,আশা ব্রাঞ্চ ম্যানেজার শরিফুল আলম ও শিক্ষা সুপারভাইজার রাসেল রানা সহ অভিভাবক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন ,গুণগত শিক্ষার মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীসহ বিভিন্ন অভিবাবক নিয়ে মতবিনিময় আয়োজন করা হয়।