বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিকেল ৪টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সোমবার বাঘা উপজেলায় যোগদানের পর তিনি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আবদুল লতিফ মিঞা,আমানুল হক আমান,আসলাম আলী,আখতার রহমান, আশরাফুল আলম,মোস্তাফিজুর রহমান,আবদুল কাদের নাহিদ,রিপোটার্স ক্লাবের এম ইসলাম দিলদার।
এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার সাংবাদিকদের বস্তু নিষ্ঠ ও তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রকাশসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহবান জানান। এছাড়াও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের কল্যানার্থে কাজ করে যাবেন বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমান,সাংবাদিক ইলিয়াস আহম্মেদ,আঃ হক ও স্থানীয় পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।
Leave a Reply