বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ঐতিহাসিক৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের খাতাপত্র থেকে মুছে ফেলার চেষ্টা করলেও মানুষের মন থেকে মোছেনি”এই দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যাবেনা। এই শ্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় শাহদৌলাহ সরকারী কলেজ হলরুমে আলোচনা সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস খাতাপত্র থেকে মুছলেও মানুষের মন থেকে মোছেনি’এই দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যাবেনা।
বক্তারা আরও বলেন,৭নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। ৭নভেম্বরকে মনে-প্রাণে ধারণ করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যাণ-অগ্রগতির জন্য।’ এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পাকুড়ীয়া ইউ’পি চেয়ারম্যান,ফখরুল হাসান বাবলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ,জেলা কমিটির সাবেক সহঃসভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক,সদস্য সচিব আশরাফ আলী মলিন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সুরজ্জামান সুরুজ,পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবদল আহবায়ক সালেহ আহমেদ সালাম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলাদলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা,উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম শফি,পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, পৌর যুবদল যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম (কালু),বাঘা পৌর ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিয়াকত আলী,পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান,পাকুড়িয়া ইউয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল কাদের মোল্লা,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ-সহ উপজেলা ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এতে অংশগ্রহন করেন। উল্লেখ,পুর্বঘোষিত সময় সুচী অনুযায়ী সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়।অথচ অনুষ্ঠান শুরু হওয়ার পুর্ব মুহুর্তে
জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে অনুষ্ঠানে আসার জন্য মোবাইল ফোনে বলা হয়। এ কারনে তিনি-সহ তার অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
Leave a Reply