1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশরহাট প্রগতি সংঘের আহবায়ক কমিটি গঠন রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর রাজশাহীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প: নেতৃত্বে আরশাদ বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বাঘায় আনন্দ মিছিল আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি,বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউপির মালিয়ানদহ গ্রামের কিশোর ইব্রাহিম আলী। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। পেটের ডানপাশে ছোট্ট একটুখানি পোড়া দাগ ছিল। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের তালিকায় সে প্রতিবন্ধী। তাই সরকারি ভাতা পাচ্ছে নিয়মিত। এই গ্রামের মনোয়ারা বেগম বছরখানেক আগে দুর্ঘটনায় ভ্যান থেকে পড়ে ডান হাতের একটি আঙুলে আঘাত পান। তিনি এখন প্রতিবন্ধী ভাতাভোগী। একই ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের ববিতা বেগমের প্রতিবন্ধীর কার্ড আছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, তারা প্রত্যেকেই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। অনুসন্ধানে সরেজমিন জানা গেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেনের জাদুর কাঠিতে তারা প্রতিবন্ধী সেজেছেন।

সানোয়ার হোসেন গত বছরের ১২ অক্টোবর বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত স্ট্রি দায়িত্ব) হিসেবে যোগদান করেন। তার আগে আবদুল হান্নান,নাফিজ শরীফ ও রাশেদুজ্জামান ওই পদে ছিলেন। তাদের স্বাক্ষর জাল (স্ক্যান) করে তিন কিস্তিতে ব্যাকডেটে ৭ শতাধিক ভুয়া প্রতিবন্ধী কার্ড বিক্রি করা হয়েছে এই কার্যালয় থেকে। এই সিন্ডিকেটের মাস্টারমাইন্ড হিসেবে নেপথ্যে কাজ করেছেন সানোয়ার হোসেন।

১। ফাঁদে পড়েন অসহায় জনপ্রতিনিধিরা

২। আগের কর্মকর্তাদের স্বাক্ষর জাল

৩। ভুয়া কার্ড বিক্রির অভিনব ব‍্যবসা

স্থানীয় রিয়াদ জান মোবারক নামে এক যুবককে তার ব্যক্তি সহকারী পরিচয় দিয়ে কার্ড বিক্রিতে খুব ভেড়ান। টাকার বিনিময়ে অধিকাংশই সুস্থ ও স্বাভাবিক মানুষকে তারা প্রতিবন্ধী কে সাজিয়ে কার্ড করে দিয়েছেন। অনুসন্ধান চালিয়ে এমন ৭১২টি প্রতিবন্ধী কার্ড হাতে পেয়েছে। এই কার্ডগুলো ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ইস্যু করা। এসব কার্ডে যখন যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন, সংশ্লিষ্ট সেই কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। তবে ভিন্ন সন- তারিখে প্রতিবন্ধী এসব কার্ড ইস্যু হলেও বর্তমান কর্মকর্তা সানোয়ার হোসেনের সময়ই বিতরণ করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। গত ৫ আগস্টের পর সানোয়ার বাঘা থেকে গোপনে অন্যত্র বদলির চেষ্টা করছেন। বিষয়টি টের পেয়ে তার কথিত এপিএস রিয়াদ মোবারক সানোয়ারের সব ক্যারিশমা ফাঁস করে দেন। রিয়াদকে প্রথমে ‘ফাঁদ’ হিসেবে বাঘার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার ‘শুভেচ্ছাদূত’ হিসেবে চর পাঠানো হতো। সে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার গরিব-অসহায়দের টাকার বিনিময়ে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার বিষয়ে আলোচনা করতেন। প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ‘ঘুষের টাকা’ এই কর্মকর্তাকে এনে দিতেন। সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে ৫ হাজার টাকার বিনিময়ে করে দিতেন ‘ভুয়া’ প্রতিবন্ধী কার্ড। অনুসন্ধানে টাকার বিনিময়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ৪০টি, ৩ মনিগ্রাম ইউনিয়নে ২০, আড়ানি ইউনিয়নে ১৩০, আড়ানী পৌরসভা এলাকায় ১৬০, গড়গড়ী ইউনিয়নে ১৫২, বাজুবাঘা ইউনিয়নে ৪০, চকরাজাপুর ইউনিয়নে ১০টি এবং বাঘা পৌরসভা এলাকায় ১৬০টি প্রায় প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে ৭১২ জনকে এই ১৪ প্রতিবন্ধী কার্ড দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶