স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেইন থামানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টার সময় আড়ানী রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন কার হয়।
স্টেশন এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আমিরুল ইসলামের উদ্যোগে তিতুমীর ও বাংলাবান্ধা আন্তঃ নগর ট্রেন আপ/ডাউনে আড়ানী স্টেশনে বিরতির জন্য স্থানীয় জনতা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বাঘা উপজেলা একটি ব্যাবসায়ীক এলাকা। সব মৌসুমে এ জনপদ থেকে উৎপাদিত সকল কৃষি পণ্য ঢাকা সহ সারাদেশে পাঠানো হয়। আড়ানী বাজার এ অঞ্চলের অনেক বড় এবং পুরনো ঐতিহ্যবাহী বাজার, রুস্তমপুর পশুর হাট, আম উৎপাদনে বিখ্যাত এ উপজেলা। রয়েছে গুড়ের ব্যাবসা। এছাড়াও আন্তঃ নগর ট্রেন না থামায় অসুবিধায় পড়ছে এ জনপদে বসবাসরত প্রায় ৩ লক্ষ মানুষ।
এই স্টেশনটি চালু হয়েছে ১৯১৬ সালে। অথচ এখনও পর্যন্ত আন্তঃ নগর ট্রেন থামেনা। রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, পূর্বেও রেলওয়ের উর্ধতন কর্মকর্তার বরাবর বারংবার লিখিত ভাবে জানানো হলেও আজও পূরণ হয়নি এ জনপদের আপামর জনতার প্রাণের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল আজম জিন্জু, সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি তুজাম্মেল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্টু, আড়ানী ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী আমিরুল ইসলাম, নওসাদ আলী, পিন্টু, আনোয়ার হোসেন, তুফান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার সাধারণ জনগন।
Leave a Reply