নিজস্ব প্রতিবেদকঃ পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরেফিন আরিফ মোল্লার বিরুদ্ধে গণপূর্ত অধিদপ্তর পাবনা অফিসের পুকুর দখল করে মাছচাষ ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মুখে সততা কম্পিউটারের সত্ত্বাধিকারী তপুর নিকট দশ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
অনুসন্ধান করে জানা যায়, গণপূর্ত পাবনা অফিসের পিছনে দেড় বিঘা জায়গার উপর পুকুরটি জবরদখল করে মাছচাষ করছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরেফিন আরিফ মোল্লা। গণপূর্ত পাবনার অফিসার ও কর্মচারীরা বাঁধা দিলে তাদের অকথ্যভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করে আরিফের নেতৃত্বে থাকা বাহিনীর সদস্যরা। এছাড়াও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মুখে সততা কম্পিউটারের মালিক তপুর থেকে দশ হাজার টাকা চাঁদা দাবি করে আরিফ ও তার বাহিনীরা। প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় হত্যার হুমকি দেয় আরিফ পরবর্তীতে তপু দুই হাজার টাকা প্রদান করিলে তাকে বেধোরক মারপিট করে আরিফ ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার মাধ্যমে এলাকাজুড়ে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েমের সৃষ্টি করেছে আরিফ ও তার বাহিনী।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির জানান, পুকুরটি দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার আদলে প্রস্তুত করা হয়েছে। হঠাৎ স্বেচ্ছাসেবক দলের পদবীধারী নেতা আরিফ জোড় জবরদস্তি করে পুকুরটি দখল করে নিয়েছে। আমার অফিসের কর্মকর্তা কর্মচারীরা বাঁধা দিতে গেলে তাদের অকথ্যভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে।
এ বিষয়ে মারপিটের শিকার হওয়া কম্পিউটার প্রতিষ্ঠানের মালিক মোঃ তপু জানান, আমার কাছে জোড় করে চাঁদাদাবি করে আরিফ ভাই। আমি ভয়ে ভয়ে কিছু অর্থ দেয় তারপরেও আমাকে মারপিট করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনাদের কাছে সত্যটা বলতে ভয় হচ্ছে যদি আবার মারপিট করে।
এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আরেফিন আরিফ মোল্লা জানান, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র হচ্ছে। পুকুরটি আমার এলাকার তাই আমি নিয়ে মাছ চাষ করছি। তপু নামে আমি কাউকে চিনি না।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জানান, কোনকিছু না জেনে মন্তব্য করা উচিৎ নয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply