নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে নানা বাড়িতে বেড়াতে এসে সাফান নামের আড়াই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার কালোহাটি গ্রামের কাননের ছেলে সাফান (আড়াই বছর) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির তশোপাড়া গ্রামে নানা ইকরামুল এর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে পুকুরে ডুবে মৃত্যুবরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানা ইকরামুলের বাড়িতে অবস্থানকলে সকালে ঘুম থেকে উঠে ফুটবল নিয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘসময় বাড়িতে না আসায় তার মা খোঁজাখুঁজি এক পর্যায়ে তার বাড়ির দক্ষিণ পাশে অদূরে জনৈক আহম্মদ আলীর পুকুরে বল ভাসতে দেখে কাছাকাছি গেলে তার ছেলে সাফানকে পুকুরের পানিতে ভাসতে দেখে। তখন ভিকটিমের মা বাচ্চাকে উপরে উঠিয়ে চিৎকার ও কান্নাকাটি করলে পাড়া প্রতিবেশী এগিয়ে এসে সাফানকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply