মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে সুমি খাতুন (২৮)নামের এক গৃহবধূ বাড়ির ছাদের সিড়ি ঘরে দড়ি টাঙ্গিয়ে গলাই ফাস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে । নিহত গৃহবধূ ঐ একই উপজেলার চাপাল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ।নিহত সুমির দুইটি কন্যা সন্তান রয়েছে। একটির বয়স ১২ ও অপরটির বয়স ৫। স্থানীয়রা জানাই ১৬ই নভেম্বর বেলা অনুমানিক ১১ টার দিকে সুমি পরিবারের অজান্তে পাকা বাড়ির ছাদের সিঁড়ি ঘরে দড়ি টানিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে। প্রেমতলী পুলিশ ফাঁড়িকে খবর দেয় , খবর পেয়ে প্রেমতলি ফাঁড়ি পুলিশ এসে লাস শনাক্ত করে । এ সময় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেয় ফাড়ি পুলিশ। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেম তলি ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান নিহত সুমি মানসিক ভারসাম্যহীন ছিলেন । উল্লেখিত সুমি এর আগেও তার নিজের বাবার বাড়িতে একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।ওই সময় সুমির পরিবারের লোকজন টের পাওয়াই সে সময় সুমি প্রাণে বেঁচে যায় বলে স্থানীয়রা জানাই ।এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply