স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহনঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৫ই নভেম্বর-২৪) বিকেলে উক্ত সুগার মিল কেইন কেরিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এর সঞ্চচলনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বক্তব্য তিনি বলেন,বন্ধ চিনি মিলগুলোকে পুনরায় চালু করা হবে। আমরা সবাই মিলে পরিবর্তনের ধারা চালু করতে চাই। পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা তা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, কর্পোরেশন পরিচালক এটিএম কামরুল ইসলাম তালুকদার,জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২০২৩-২৪ মৌসুমে সর্বোচ্চ আখ সরবরাহকারী চাষী হাসান রাজা, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, আখচষী নেতা আনসার আলী দুলাল সহ আখচাষী,মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিল সূত্র জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপনের নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ ক্রয় শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম মিল গেটে ২শ ৪০ টাকা এবং আখক্রয় কেন্দ্রে ২শ ৩৭ টাকা ধার্য করা হয়েছে।
Leave a Reply