আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ গাইবান্ধায় আট বছর বয়সী এক শিশুর সড়ক দুর্ঘটনার খবর শুনে তার বাবা জিয়াউর রহমান জিয়া হৃদ যন্ত্রে ক্রিয়াবদ্ধ হয়ে মারা গেছেন। দুর্ঘটনার কবলে পড়া শিশু রামিম (৮) গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
জানা যায়,১৫ নভেম্বর গত শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার শাপলামিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি। এ দুর্ঘটনার খবর শুনে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতেই হৃদ যন্ত্রে ক্রিয়াবদ্ধ হয়ে মারা যান শিশুটির বাবা জিয়াউর রহমান জিয়া।
মৃত জিয়াউর রহমান জিয়া শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে। এছাড়া তিনি গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ময়নুল হক এ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
Leave a Reply