1. info@dainikganokhabor.com : দৈনিক দৈনিক গণ খবর : দৈনিক দৈনিক গণ খবর
  2. info@www.dainikganokhabor.com : দৈনিক গণ খবর :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশরহাট প্রগতি সংঘের আহবায়ক কমিটি গঠন রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর রাজশাহীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প: নেতৃত্বে আরশাদ বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বাঘায় আনন্দ মিছিল আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি,বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

লালপুরে প্রধান শিক্ষক লাঞ্ছিত,আদ্যবধি স্কুলে অনুপস্থিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহনঃ নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী,অভিভাবকবৃন্দ সহ স্থানীয় সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে অত্র বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং দূর্নীতি মুক্ত প্রতিষ্ঠান গড়তে অনিয়ম-দুর্নীতিবাজ প্রধান শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।এ ঘটনায় গত ১০ নভেম্বর-২০২৪ থেকে আদ্যবধি(১৮ নভেম্বর-২৪)প্রধান শিক্ষক এনামুল হক বিদ্যালয়ে অনুপস্থিত।সোমবার ১৮ নভেম্বর-২৪)সরজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-কর্মচারী,ছাত্র/ছাত্রী ও স্থানীয় সূধীজনদের সাথে কথা হলে তারা সংবাদ কর্মীদের জানান,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হকের অনিয়ম-দুর্ণীতির অন্ত নাই।এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকে তাঁর ইচ্ছে মতো পকেট কমিটি গঠন করে নিয়োগ বানিজ্য,বিভিন্ন শিক্ষা খাতের ভর্তুকির টাকা উত্তোলন,ক্লাস রুম-কমন রুম,ওয়াশ ব্লক বিক্রি করে আত্মসাৎ,ইচ্ছে মত স্কুলে এসে আবার চলে যাওয়া,শিক্ষকদের প্রাপ্য ছুটি না মঞ্জুর করে বেতন কাটাঘ সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে এই শিক্ষাু প্রতিষ্ঠানের সুনাম বিলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে শিক্ষক-কর্মচারীরা বলেন,তাঁর ক্ষমতার দাপটে আমরা অতিষ্ঠ হয়ে গত ৫/৬ সেপ্টেম্বর-২৪ এ আমরা সহ ছাত্র/ছাত্র ও অভিভাবক একত্রিত হয়ে প্রায় ১৫০ জন স্বাক্ষর করে উপজেলা মাধ্যমিক অফিসার,ইউএনও অফিস সহ বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ করেও তিনি সংশোধন হননি।এমনকি উপজেলা শিক্ষা অফিসার আমাদের সহকারী শিক্ষক আলাউদ্দিন কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের চিঠি দিলেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দায়িত্ব ছাড়েনি।উল্টা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষের অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক এনামুল হক সংবাদ কর্মীদের বলেন,আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা,অন্যায় ভাবে আমাকে হেনস্তা করে স্কুল থেকে বের করে দিয়েছে আমি ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি।মান-ইজ্জতের ভয়ে আপাতত স্কুলে উপস্থিত হতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধাকে মুঠোফোনে পাওয়া যায় নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সংবাদ কর্মীদের জানান,বিষয়গুলো অবগত আছি তদন্ত চলমান রয়েছে।
এ দিকে স্থানীয় সহ সূধীজনদের দাবী, বিষয় গুলোর সু-নিদিষ্ট সুরাহা না করা পর্যন্ত প্রধান শিক্ষক এনামুল হক যেন অত্র প্রতিষ্ঠানে উপস্থিত না হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
 গণখবর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
প্রযুক্তি সহায়তায়: n̶a̶z̶m̶u̶l̶ ̶r̶o̶n̶i̶