রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বক্সার উৎসব এইবার ASBC Asian Elit Man & Women Boxing Championship খেলতে উড়াল দিল থাইল্যান্ডের উদ্দেশ্যে আজ সকাল ১১ টার ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন, সাথে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ শফিউল আজ মাসুদ এবং বক্সার ইমন
এর আগে ঘরের মাটিতে পার্শ্ববর্তী দেশের ভারতের বক্সার মাজাহার কে হারিয়ে WBC বেল্ট নিজের দখলে নিয়েছিলেন তরুণ এই বক্সার এবং বাংলাদেশের ইতিহাসে তিনি এক মাত্র বক্সার জার হাত ধরে WBC বেল্ট এসেছে। এবার তিনি দেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি ASBC Asian Elit man & Women Boxing Championship 2024 Thailand অংশ নিতে চলেছেন।
তবে উৎসবের বক্সিং এ আসা এতো সহজ ছিলো না মামা সাফ গেমস এর গোল্ড মেডেলিস্ট জুয়েল আহমেদ জনি তার অনুপ্রেরনায় রাজশাহী মর্ডান বক্সিং ক্লাবের প্রধান কোচ শফিউল আজম মাসুদের হাত ধরে তার বক্সিং জগৎ শুরু পরিবারের নিষেধাক্কা থাকলেও মামার সাথে চুপ চুপি বক্সিংক্লাব এ এসে অনুশীলন করতেন এই তরুণ বক্সার
তার ইচ্ছা ছিলো তার মামা জনির মতো বক্সার হওয়ার এবং অনেক অনেক মেডেল পাওয়া তার ইচ্ছা জেনো আজ পুরন হয়সে তাইতো উৎসব কে নিয়ে সপ্নবুনছেন বাংলাদেশের বক্সিং প্রেমিকরা।
রাজশাহীর মর্ডান বক্সিং ক্লাবের কিছু বক্সারের সাথে কথা বলে জানতে পারি বক্সার উৎসব অনেক পরিশ্রমী একজন বক্সার এবং অনেক ভালো মানের বক্সার, বাংলাদেশের সরকার যদি ক্রিকেটের মতো সুযোগ-সুবিধা পেত তাইলে দেশের বক্সিং অনেক দূরে এগিয়ে যেত।
Leave a Reply